আসুন দেখে নেই প্রতিদিন ফেইসবুক পেজ লাইক ড্রপ করার কারণ কি আর এর সমাধানই কি ?
ইদানিং আমরা প্রতিদিনই দেখছি আমাদের ফেইসবুক পেজ লাইক দিন দিন অল্প অল্প করে কমতেছে। আসুন একটু জানার চেষ্টা করি সমস্যাটি কোনো হচ্ছে। ফেইসবুক ইদানিং আমাদের দৈনদ্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়েছে। আর ব্যবসায়ীদের জন্য ফেইসবুক পেজ এখন প্রধান ইনকাম বা সেল বা প্রচারণার একটা মাদ্ধম। এমন অনেকেই আছি আমরা যারা আজই ফেইসবুক যদি বন্ধ হয়ে যায় তাহলে কালই আমাদের বিজনেস ও বন্ধ হয়ে যাবে। যতই মুখ দিয়ে খৈ ফুটান না কেন আসলেই এখন বাংলাদেশ এর ৭০% বিজনেস দাঁড়ায় আছে এই ফেইসবুক এর উপর। ফেসবুক পেইজকে বড় করতে আমরা রাত দিন কত না পরিশ্রম করে যাই।লাইক/ফলোয়ার বেশি হলে পেইজটা হাইপে থাকে। তাই আমরা বিভিন্ন সময় প্রডাক্ট রিলিভেন্ট অথবা ইরিলিভেন্ট ছবিও ব্যবহার করে থাকি মিনিমাম বাজেটে ম্যাক্সিমাম লাইক পেতে।
সমস্যাটা এখানেই! আপনার প্রমোশনাল কন্টেন্ট দেখে যারা লাইক দিচ্ছে তারা পরবর্তীতে আপনার অন্যান্য রেগুলার পোস্ট দেখে আর ইন্টারেস্ট পাচ্ছে না কারণ সে এই প্রডাক্টের কাস্টমারই না।ডেইলি ইন্টারেস্ট বিহীন ৪/৫টা পোস্ট উনার ওয়ালে ঘুরে ২০হাজার ফলোয়ারের মধ্যে ডেইলি ৪/৫জন এমন বিরক্তি প্রকাশ করে আন ফলো দেয়া টা খুবই স্বাভাবিক।সবগুলোই রিয়েল লাইক,সবই ঠিকাছে তবুও এইভাবে কিছু কমবেই।
এবার আসি ফেইক লাইক ফলোয়ার এর প্রসঙ্গে,
ফেইকগুলো প্যানেলের মাধ্যমে দেয়া হয় এগুলো কোনো প্রফাইল নয় এবং এগুলো আপনার পেইজকে ডাউন করে দিতে যথেষ্ট ভুমিকা রাখে।তাই যদি এগুলো ড্রপ করে সব চলে যাবে থাকলে সব থাকবে।
ফেসবুক কর্তৃপক্ষ তাদের লাইক গণনার পদ্ধতিতে পরিবর্তন আনতে যাচ্ছে।এ নিয়ে পরিকল্পনা ঠিক করে ফেলেছে তারা। প্রাথমিকভাবে যেসব পেজ অনেক দিন ধরে আপডেট হয় না সেসব পেজের লাইক তুলে নেবে ফেসবুক। এসব পেজকে মৃত পেজ হিসেবে গণ্য করা হবে।
লাইক সরিয়ে ফেলার মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষ চাচ্ছে যেসব পেজ সবসময় আপডেটেড থাকে তাদের আরো বেশি সুযোগ দিতে। অর্থাৎ আপডেট পেজগুলো আরো বেশি ব্যবহারকারীর কাছে যেন পৌঁছায়।ইনঅ্যাক্টিভ ফেসবুক পেজগুলো খুঁজে বের করে সেসব পেজের লাইকগুলো সরিয়ে নেওয়া হবে। এতে তাদের লাইক একেবারেই শূন্যের কোঠায় নেমে আসতে পারে। সেটা মোটেও অস্বাভাবিক ব্যাপার হবে না।তবে হুট করে এসব লাইক সরিয়ে নেওয়া হবে না। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ব্যাপারটা যে এখনই কার্যকর করা হবে তা নয়, তবে পেজগুলো সক্রিয় রাখলে পেজ মালিকদেরই লাভ হবে।
তাই ফেসবুকের লাইক বজায় রাখতে হলে নিজের পেজটাকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। আপডেট না পেলে ফেসবুক আপনার পেজকে বাতিলের খাতায় ফেলতে একদমই সময় নেবে না। ফেসবুকের পেজে লাইকের সংখ্যা গুনে রাখুন আর নিজের পেজটিকে সবসময় সচল রাখুন।
এখন আসি সমাধানে।
একটি ফেসবুক ব্র্যান্ড পেজে লাইক দেবার পর শেষ কবে সেই পেইজটি আপনি ভিজিট করেছেন? মনে করতে পারবেন?
এটি মনে করা সত্যি কষ্টকর। কারণ আমরা হয়তো সেই ব্র্যান্ড পেজটি পছন্দ করি, কিন্তু সক্রিয়ভাবে সেটির সাথে যুক্ত থাকিনা। কিন্তু নতুন পেইজ লাইকের অর্থ নতুন ফ্যানবেজ তৈরি হওয়া। নতুনরা প্রথমদিকে বেশ একটিভ থাকে। একটি পেইজের অডিয়েন্স সংখ্যা যখন বাড়ছে পাশাপাশি পুরনো অডিয়েন্সদের অ্যাক্টিভ থাকার পরিমাণ কমে যাচ্ছে। ফেইসবুক পেইজের অ্যাক্টিভ অডিয়েন্সের ভারসাম্য বজায় রাখতে আপনাকে অবশ্যই নতুন ফ্যান ফলোয়ার্স বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে।
যার প্রধান উপায় হলো পেজ লাইক।পেইজে রেগুলার এড চললে রেগুলার লাইক বাড়তে থাকবে স্বাভাবিক ভাবেই।ড্রপ তেমন করবে না।আর প্রতিমাসে মিনিমাম ৫$ হলেও একটা প্রমোশন চালিয়ে করে আপডেট থাকাটা অনেক বেশি জরুরি ব্যবসায়ের ক্ষেত্রে।