বর্তমানে পৃথিবীতে প্রায় ১.৭ বিলিয়ন বা ১৭০ কোটি ওয়েবসাইট আছে। যা পৃথিবীর জনসংখ্যার প্রায় এক পঞ্চমাংশ। অর্থাৎ প্রতি ৫ জনের মধ্যে ১ জন মানুষের ওয়েবসাইট আছে | তো কি কারণে মানুষ এতো এতো ওয়েবসাইট তৈরী করছে ? ওয়েবসাইট এর প্রয়োজনীয়তা কি? কেন ওয়েবসাইট এতো দরকারি? ওয়েবসাইট হচ্ছে কোনো ব্যক্তি , ব্যবসা বা প্রতিষ্ঠানের ভবিষ্যত পরিচিতি। আপনার যদি একটা ছোট ব্যবসা বা প্রতিষ্ঠান থাকে তাহলে ওয়েবসাইট থাকা আপনার জন্য আবশ্যিক। বর্তমানে সকল প্রকার মার্কেটিং অনলাইন ভিত্তিক হয়েছে। অনলাইন এ মার্কেটিং এর খরচ কমাতে ও আপনার কাস্টমারদের কাছে প্রোডাক্ট সেল করতে ওয়েবসাইট এর বিকল্প নেই। এছাড়াও কাস্টমারদের বিশ্বস্ততা অর্জন করতে ওয়েবসাইট এর বিকল্প নেই।ওয়েবসাইট এর গুরুত্ব বলে শেষ করা যাবে না।তাই দেরি না করে আজই বানিয়ে নিন আপনার পছন্দের ওয়েবসাইট।
IT Cure BD তে প্রথমে আমরা ক্লায়েন্টদের কাছে থেকে তাদের ওয়েবসাইট ডিজাইন এর আইডিয়া নেই। আমরা বিশ্বাস করি প্রতিটি ক্লায়েন্ট এর একটি ইউনিক ওয়েবসাইট আইডিয়া আছে। আমরা অফিসিয়ালি প্রতিটি ক্লায়েন্ট এর ব্যবসা ভিজিট করি এবং বোঝার চেষ্টা করি তাদের বিজনেস গোল,তাদের ব্যাবসার উন্নতির জন্য কেমন ওয়েবসাইট দরকার। তারপর আমরা সেই আইডিয়া অনুযায়ী আমরা ওয়েবসাইট ডিজাইন করি, টেস্ট করি ও সব শেষে ওয়েবসাইট হ্যান্ডওভার করি। যদি ক্লায়েন্ট এর কোনো মডিফিকেশন প্রয়োজন পরে তাইলে আমরা আবার মোডিফাই করি।
বাংলায় একটি প্রবাদ বাক্য আছে ” প্রথমে দর্শনধারী, পরে গুণবিচারী”। অনলাইন জগতে প্রথম দর্শন খুবই গুরুত্বপূর্ণ। কাস্টমার যদি প্রথম দর্শনেই আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ পছন্দ না করে তাহলে আপনার সেল কমে যাওয়ার সম্ভাবনা ১০০%। একটি প্রফেশনালভাবে সুসজ্জিত ল্যান্ডিং পেজই পারে আপনার ব্যাবসার সেল কে ১০০ গুন্ বাড়াতে। তে একজন ভিজিটর কে কাস্টমার এ পরিণত করতে যা যা প্রয়োজন সেসকল দিকে খেয়াল রেখে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করি।
আজকের দ্রুত-গতির ডিজিটাল বিশ্বে, একটি ধীর-লোডিং ওয়েবসাইট আপনার ভিজিটরদের জন্য একটি প্রধান প্রতিবন্ধক হতে পারে।আপনার ওয়েবসাইট এর স্পিড কম থাকলে ভিজিটর আপনার ওয়েবসাইট এ ভিজিট করার আগেই বের হয়ে যাবে। এছাড়াও সার্চ ইঞ্জিন এও আপনার ওয়েবসাইট নিচের দিকে থাকবে। অনেক সময় সার্চ ইঞ্জিন স্লো লোডিং ওয়েবসাইট ইনডেক্স করতেই চায় না। অনেক সময় সার্চ ইঞ্জিন স্লো লোডিং ওয়েবসাইট ইনডেক্স করতেই চায় না। IT Cure BD তে আমরা স্লো লোডিং ওয়েবসাইটগুলির স্পিড অপ্টিমাইজশন করি।
আমরা জানি আপনার ওয়েবসাইট আপনার কাছে কতটা মূল্যবান। বিভিন্ন কারণে ওয়েবসাইট এর হোস্টিং চেঞ্জ করার প্রয়োজন হয়, ডাটা লস হয় , অথবা কোনো একসিডেন্টালি কারণেও অনেক সময় ওয়েবসাইট এর ডাটা হারিয়ে যেতে পারে। আবার কখনো কখনো একটা হোস্টিং সাইট থেকে আর একটা হোস্টিং সাইট এ ওয়েবসাইট ট্রান্সফার এর সময় ও ডাটা মিসিং হতে পারে। মাইগ্রেশন এ অনেক প্রব্লেম হয়। IT Cure BD তে আমরা খুবই নিরাপত্তার সাথে ওয়েবসাইট ব্যাকআপ ও মাইগ্রেশন সার্ভিস প্রদান করি।
আপনার ওয়েবসাইট এর গ্লিচ অথবা বাগ আপনার ব্যবসার জন্য অনেক হতাশাজনক ও ক্ষতিকর। এছাড়াও ইউসার যদি আপনার ওয়েবসাইট এ গ্লিচ বা বাগ দেখে তাইলে ইউসার এর আপনার ব্যবসার উপর বিশস্ততা কমে যায়। এর বাগ ফিক্সিং সার্ভিস আপনার ওয়েবসাইট এর সকল বাগ প্রব্লেম খুঁজে বের করে সেগুলি সমাধান করবে। আমাদের এক্সপেরিয়েন্সেড ওয়েব ডেভেলপার টীম আছে যারা আপনার ওয়েবসাইট পর্যবেক্ষণ করবেন, প্রব্লেম খুঁজে বের করবেন ও সেগুলির সমাধান করবেন। আর ভবিষ্যতে যাতে কোনো রকম প্রব্লেম না হয় সেজন্য আপনাকে সকল বিষয়ে পরামর্শ প্রদান করবেন।
IT Cure BD তে আমরা শুধুমাত্র ওয়েবসাইট তৈরি করি না, আমরা সমস্যা মুক্তভাবে ওয়েবসাইট অনলাইন থাকাতে বিশ্বাসী। একটি ভালভাবে রক্ষণাবেক্ষণ করা ওয়েবসাইট হল একটি সফল অনলাইন ব্যবসার উপস্থিতির ভিত্তি। আমাদের ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ এবং সহায়তা পরিষেবাটি আপনার ডিজিটাল প্ল্যাটফর্মকে সর্বোচ্চ অবস্থায় রাখার জন্য ডিজাইন করা হয়েছে, আমরা সবসময় এটি নিশ্চিত করি যে ওয়েবসাইটটি সর্বোত্তমভাবে পারফর্ম করতেছে।
অনলাইন ব্যবসা কে সফল করতে সকল ধরণের IT সম্পর্কিত কাজ করে IT Cure BD .আমাদের অভিজ্ঞ টীম ব্যবসাকে টেকসই করতে সকল সার্ভিস প্রদান করে যেমন: ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন , ওয়েব ডিজাইন সার্ভিস ইত্যাদি। আপনার ব্যবসা Established হোক বা Startup আমরা আপনার ব্যবসাকে নেক্সট লেভেল এ নিয়ে যেতে পারি।
কপিরাইট © IT Cure BD 2025 All Right Reserved